কুষ্টিয়ায় চারটি ইউনিয়ন পরিষদ ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইতোমধ্যে সবগুলো কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮টায় ৩১৭ ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
জানা গেছে, সীমানা জটিলতা শেষে কুষ্টিয়া সদরের জিয়ারখী ও কাঞ্চনপুর ইউনিয়ন, মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ায় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। এ ছাড়াও চেয়ারম্যানের পদত্যাগের কারণে খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচন চলছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে নির্বাচনে মোট ভোটার রয়েছে ৫৬ হাজার ৪৬ জন। চার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ২৩ জন, আর খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে তিনজন ভোটযুদ্ধে অংশ নিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, বুধবার সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।