ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

চুয়াডাঙ্গায় ১১ বছর পর ভোটে নৌকার জয়

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:৪১ পিএম


loading/img
শুকুর আলী

সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) শুকুর আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান। 

বিজ্ঞাপন

এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণের পর গণনা শেষে সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল এসেছে।

সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান আরটিভি নিউজকে জানিয়েছেন,  ২০১৩ সালে তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের সীমানা ভাগাভাগি নিয়ে তিতুদহের স্থানীয়রা মামলা করেন। সেই থেকে এই ইউনিয়নে ভোট বন্ধ ছিল। মামলা নিষ্পত্তি হওয়ায় এবার এখানে ভোট হয়েছে। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) শুকুর আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান টিপু (আনারস) পেয়েছেন ৪ হাজার ৩৭৯ ভোট।

বিজ্ঞাপন

তিনি আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০ জন ও সাধারণ সদস্যপদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট ভোটার রয়েছে ১৬ হাজার ৭৪ জন। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পেরেছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |