ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ঈদের নামাজ শেষে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ মে ২০২২ , ০২:১৯ পিএম


loading/img

চট্টগ্রামের বাঁশখালিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১৭ জন আহত হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের শেলবন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়।

জানা গেছে, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয়ে এলাকার দুটি পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের লোকজনই লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রায় আধঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
 
এদিকে সংঘর্ষে আহত ১৭ জনের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। এরমধ্যে একজনের মধ্যে অবস্থা আশঙ্কাজনক। বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বাঁশখালি থানার ওসি কামাল উদ্দিন জানান, এ খবর পেয়ে পুলিশের একটি দল ছনুয়ায় গেছে। তবে সেখানে গিয়ে তেমন কাউকে পাওয়া যায়নি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |