ঢাকা

ময়মনসিংহ জেলা-মহানগর আ.লীগের কমিটি ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ , ০৬:৪৫ পিএম


loading/img

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটিতে এহতেশামূল আলমকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেন বাবুলকে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সার্কিট হাউস মাঠে আয়োজিত জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে একই দিন দুপুরে নগরীর সার্কিট হাউস ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি করা হয়েছেন সদ্য সাবেক কমিটির সহসভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক পদে অপরিবর্তিত রয়েছেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মোহিত-উর-রহমান শান্ত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সম্মেলনস্থলে কমিটি ঘোষণা হয়নি। একই বছরের ১০ অক্টোবর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া মহানগর কমিটিতে সভাপতি হন এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক পদে আসেন মোহিত উর রহমান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |