বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন যাতে সেখানে ভোটাররা ভোট দিয়ে এমপি ও সরকার নির্বাচিত করতে পারে। জনগণের ভোটে এমপি নির্বাচিত হবে সেই সংসদ জনগণ দেখতে চায়। তিনি জনগণের কাছে প্রশ্ন রাখেন আপনারা কি নির্বাচন চান, এ সময় উপস্থিত জনগণ নির্বাচন দাবি করেন।
মঙ্গলবার (২৫ মার্চ) জোড়খালী ইউনিয়ন বিএনপি আয়োজিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা চেয়ে ইফতার এবং দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ২০০১ সাল হতে অধির আগ্রহে আছি জনগণ তাদের ভোটের মাধ্যমে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করবেন। আপনাদের সেই ভোটের প্রতি সম্মান রেখে সারাজীবন সৎ ও সততার সঙ্গে আপনাদের সেবা করে যাবো।
ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ছোটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এড মনজুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লান্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মিজানুর রহমান রতন, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
সভায় দলের তৃণমূলের নেতাকর্মী সমর্থক সহ বিপুলসংখ্যক রোজাদার উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ