ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সামনে ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত সংগঠন ব্রাহ্মণবাড়িয়ার (ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন) সমন্বয়ে শতাধিক প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরাও আমাদের মতো মানুষ। তাদের পাশে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি সুন্দর দেশ ও সমাজ বিনির্মাণ সম্ভব।
ড্রিম ফর ডিসএভিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হেদায়তুল আজিজ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রুহুল আমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ লোকমান হোসেন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা নিশাত, স্বপ্নতরী সমা প্রমুখ।