ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আখাউড়ায় পুলিশের অভিযান, ১০ আসামি গ্রেপ্তার

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ১১:৩৪ এএম


loading/img
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আলোচিত আসামি সোহাগ মোল্লাসহ ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।

জানা যায়, পৃথক অভিযানে বিভিন্ন থানার মোট ৯ জন ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং দণ্ড রয়েছে। অভিযানে গ্রেপ্তার হওয়া বাকি ৯ জন আসামির মধ্যে রয়েছেন—বিমানবন্দর থানার মামলায় ওয়ারেন্টভুক্ত হাসান মিয়া, নরসিংদী থানার মামলায় ওয়ারেন্টভুক্ত মো. শামছুল হক, আখাউড়া থানার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. আবু কালাম, সাজাপ্রাপ্ত আসামি মো. ইমরান ভূঁইয়া ও মো. মোস্তাকিম। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি নিপা বেগম, ময়না বেগম, রতন মিয়া এবং বাদল আহমদ খানকে পৃথক অভিযানে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি মো. ছমিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া সড়ক বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি সোহাগ মোল্লাকে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক এবং ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |