ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও বিজয় সন্ধ্যা অনুষ্ঠিত

আরটিভি নিউজ

রোববার, ১৮ ডিসেম্বর ২০২২ , ০৩:৫৭ পিএম


loading/img
ছবি: নিজস্ব

বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও বিজয় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গত ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মনোজ্ঞ কুচকাওয়াজ এবং ১৭ ডিসেম্বর সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিজয় সন্ধ্যা ২০২২’ অনুষ্ঠিত হয়।

বিজয় সন্ধ্যা অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে রাত ১২টায় শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পী জেমস, মমতাজ, ফিডব্যাক, কনা, ঐশী ও মিনার সংগীত পরিবেশন করেন। 

দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী ও নৃত্য শিল্পী নাদিয়া আহমেদ। আধুনিক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী ও নৃত্য শিল্পী তমা মির্জা। 

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন চিত্রনায়ক ইমন ও শখ। উপস্থাপনায় আরও ছিলেন ফেরদৌস বাপ্পি ও তাবাসসুম প্রিয়াঙ্কা। 

বিজ্ঞাপন

বিজয় দিবসের এই আয়োজনের টাইটেল স্পন্সর বিবিএস ক্যাবলস এবং পাওয়ার্ড বাই স্পন্সর সাউথইস্ট ব্যাংক লিমিটেড। 

সম্পূর্ণ আয়োজনটি পরিচালনা করে বাংলাদেশের অন্যতম প্রধান ইভেন্ট প্রতিষ্ঠান সাস।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |