• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

বাহরাইনে বিজয় দিবস উদযাপন

নাইমুর রহমান শান্ত, বাহরাইন প্রতিনিধি

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫

বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে মানামায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস পতাকা উত্তোলন শেষে দূতাবাসে আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। অনুষ্ঠানে বাহরাইনে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

একই দিনে বাহরাইনের জাতীয় দিবস এবং মহামহিম রাজার সিংহাসন আরোহনের ২৫ বছর পূর্তি উপলক্ষে চার্জ দ্য অ্যাফেয়ার্স এর শুভেচ্ছা বাণী বাহরাইনের জাতীয় দৈনিক The Daily Tribune এবং ম্যাগাজিন Bahrain This Month-এ প্রকাশিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় নেতাদের, বীর মুক্তিযোদ্ধা এবং শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থেকে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করে। এছাড়াও, বাহরাইনে অনুষ্ঠিত বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশ দলকে সম্মানিত করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। অনুষ্ঠানের শেষ পর্বে দূতাবাসের সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সব শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই আয়োজনে দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণে বিজয় দিবসের অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন
পুষ্পধারা পরিবারের মিলন মেলা ও বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবস উপলক্ষে ডিএসইসির সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে হতাহত ৬ কিশোর