ঢাকাসোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

কিশোর প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৪৯ এএম


loading/img

ভোলার লালমোহনের করিমগঞ্জ এলাকায় বাড়িতে কিশোরী প্রেমিকার অনশনের সংবাদ পেয়ে ঘরে তালা মেরে পরিবারের সবাইকে নিয়ে উধাও হয়েছেন এক প্রেমিক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল থেকে ওই এলাকায় তালাবদ্ধ ঘরের সামনে বসে অনশন করছেন প্রেমিকা। 

অভিযুক্ত ব্যক্তি লালমোহনের করিমগঞ্জ এলাকার অজিউল্যাহ মাঝিবাড়ির মো. আব্বাস উদ্দিনের ছেলে শাকিল (১৭)।

বিজ্ঞাপন

অনশন করা কিশোরীর দাবি, প্রায় এক বছর আগে শাকিলের সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা দুজন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ঢাকার বিভিন্ন পার্কে তারা ঘোরাফেরাও করেছে। সম্প্রতি প্রেমিক তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর গত একমাস আগে স্থানীয় ইউপি সদস্যসহ উভয়ের পরিবার তাদের দুজনের প্রেমের সম্পর্ক মেনে নিলেও বিপত্তি বাধে বয়স কম হওয়ায়। কিশোরী শাকিলকে বিয়ের জন্য চাপ দিতে থাকলেও অপ্রাপ্ত বয়সের হওয়ায় বিয়ে করতে আপত্তি জানায়। এ কারণে সে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছে।

এদিকে এ সংবাদ পেয়ে ঘরে তালা মেরে পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে গেছে প্রেমিক শাকিল। তালাবদ্ধ ঘরের সামনেই অনশন করছে কিশোরী।

বিজ্ঞাপন

ধলীগৌরনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন জানান, শাকিল এলাকায় না থাকায় তখন ঘটনার বিচার করতে পারিনি। আবারও ওই কিশোরী মঙ্গলবার সকাল থেকে প্রেমিক শাকিলের বাড়িতে অবস্থান নিয়েছে বলে শুনেছি। দুপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ঘটনাটির ফয়সালা দেওয়ার চেষ্টা করব।

লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার সকালে এ খবর পেয়েছি। অনশন করা কিশোরী অপ্রাপ্ত বয়সী ও অভিযুক্তও কিশোর। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেনি কেউ। তবে থানায় উভয় পরিবারকে ডেকে নিয়ে এ ঘটনার একটা সুরাহা করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |