ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাড়িতে আগুন

আরটিভি নিউজ

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:০৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নড়াইল-১ আসনের সাবেক এমপি বি এম কবিরুল হক মুক্তির বাগানবাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইলের কালিয়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একদল বিক্ষুব্ধ জনতা কালিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ডাকবাংলোর পাশে অবস্থিত সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাগানবাড়িতেও তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে আমরা এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগও পাইনি।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |