বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:০০ পিএম


বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে
ছবি: আরটিভি

বরগুনার বামনায় সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক পিতার মরদেহ বাড়িতে রেখে ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়েছেন তার মেয়ে মনিষা রানী বিশ্বাস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বরগুনার বামনা সরকারি কলেজ কেন্দ্রে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে পরীক্ষায় অংশ নেন মনিষা। পরে পরীক্ষা শেষে স্বজনদের সঙ্গে বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন তিনি।

নিহত নির্ঝর কান্তি বিশ্বাস ননী দৈনিক খোলাকাগজ পত্রিকার বামনা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি বামনা সদরে বন্ধুজন মোবাইল সেন্টার নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন।

বিজ্ঞাপন

এর আগে, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে ব্যবসার কাজে মোটরসাইকেলে যাওয়ার পথে শহরের কলেজ রোডস্থ ভেন্ডার বাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পুলিশের পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট ও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।

বিজ্ঞাপন

জানা গেছে, নিহত সাংবাদিক ননী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার দুই কন্যা সন্তান রয়েছে। বাবাকে হারিয়ে এখন তারা অসহায় হয়ে পড়েছে। আর নিহত সাংবাদিকের স্ত্রী সুবর্না বিশ্বাস স্বামীকে হারিয়ে পাগলপ্রায়। তিনি বারবার মূর্ছা যাচ্ছেন।

এ বিষয়ে বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, মনিষা আমাদের কলেজের শিক্ষার্থী। বাবার মৃত্যু তার জীবনে গভীর শোকের ছাপ ফেললেও সে পরীক্ষায় অংশ নিয়েছে। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আরটিভি/আইএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission