ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ডাসায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৮

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ , ০৮:৫২ পিএম


loading/img

মাদারীপুরের ডাসা উপজেলার কাঁঠালতলা বাজারে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের প্রায় আটজন আহত হয়েছেন। এ সময় এ ঘটনায় চারজনকে আটক করেছেন পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৮ এপ্রিল) বিকেলে ওই বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ১০ দফা দাবিতে ডাকা অবস্থান কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী এবং বিএনপির চার কর্মী আহত হয়েছেন। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপ-গণ শিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার (৪৫), ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান সরদার (৫৫), কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল বেপারী (৪০) ও ডাসার উপজেলা যুবদল নেতা নুরু তালুকদার (৪৩)। 

বিজ্ঞাপন

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির পক্ষ থেকে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কাঁঠালতলা বাজারে প্রবেশ করেন দলের নেতাকর্মীরা। এ সময় ডাসার উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা একটি মিছিল বের করেন। পরে দু’পক্ষ মুখোমুখি হলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, শনিবার বিকেলে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নেতা আনিসুর রহমান খোকনসহ চারজনকে আটক করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |