ঢাকা

ইয়াবা ট্যাবলেটসহ কারারক্ষী গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩১ মে ২০২৩ , ০৯:৪৯ এএম


loading/img

পিরোজপুরের কাউখালী উপজেলায় ২৫টি ইয়াবা ট্যাবেলটসহ এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (৩১ মে) কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩০ মে) রাতে তাকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (৪২)। তিনি মাদক মামলায় চাকরি থেকে বরখাস্ত ছিলেন।

বিজ্ঞাপন

কাউখালী থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, এর আগেও জাহিদুল কাউখালীতে ২০০টি ইয়াবা ট্যাবলেট ও ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে পৃথকভাবে বরিশাল ও ঝালকাঠীতে তিনটি মাদক মামলা আছে। ওই সব মামলায় জাহিদুল চাকরি থেকে বরখাস্ত হন।

জেলা গোয়োন্দা (ডিবি) পুলিশের (দক্ষিণ) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জাহিদুলকে তার নিজ বাড়ির সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, মঙ্গলবার রাতে বরখাস্তকৃত এক কারারক্ষীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |