সুনামগঞ্জে ঢলের পানিতে ভেসে যাওয়া মা ও দুই সন্তানের পরিচয় মিলেছে। তারা হলেন শাল্লার হবিবপুর ইউনিয়নে বিলপুর গ্রামের বাসিন্দা রথীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস (৩০) এবং তাদের দুই শিশু সন্তান জবা রানী দাস (৭) ও বিজয় দাস (৫)।
সোমবার (১৯ জুন) রাতে নিখোঁজের পরিচয় নিশ্চিত করেছেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব।
নিখোঁজ দুর্লভ রাণী দাসের স্বামী রথীন্দ্র দাসের বরাত দিয়ে ইউএনও জানান, ঢলের পানিতে মা ও দুই সন্তানের ভেসে যাওয়ার ঘটনা জানাজানি হলে রথীন্দ্র দাস নিজের ঘরে গিয়ে স্ত্রী ও বাচ্চাকে পাননি। তিনি এসে জানিয়েছেন নিখোঁজ নারী তার স্ত্রী ও শিশুরা তার সন্তান।
প্রসঙ্গত, সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জের শাল্লা সরকারি কলেজ-সংলগ্ন সেতুর নিচে ঢলের পানির স্রোতে দুই শিশুসন্তানসহ এক নারীর নিখোঁজ হন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছিলেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচ দিয়ে বাহারা ইউনিয়ন থেকে সড়ক পথে শাল্লা সদরে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় সেতু নিচে ভাঙা অংশ পারাপারের সময় ঢলের স্রোতে ভেসে যান তারা।
সর্বশেষ রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।