ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শান্তিগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ১০ বসতবাড়ি ছাই

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৩:০৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

গভীর রাতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে একটি মুদি দোকানসহ ১০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। 

বিজ্ঞাপন

শনিবার গভীর রাতে রাতে সলফ গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- সফল গ্রামের আব্দুর রক, আব্দুল শফিক, আব্দুল জলিল, আব্দুল মমিন, আবুল লেইস, ছয়ফুল মিয়া, আবুল হাসনাত, আব্দুল বাছিত, আব্দুল জাহির ও আব্দুল তাহির। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শনিবার রাত প্রায় ১টার দিকে সলফ গ্রামের পূর্বপাড়ার জাহির মিয়া বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী বসতবাড়ি ও একটি মোদির দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় নেভাতে পারেনি। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০টি বসতবাড়ি পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত লোকজন জানান, গভীর রাতে মানুষ যখন ঘুমে তখন হটাত করে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আসবাবপত্রসহ সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সবকিছু শেষ হয়েছে আমরা কিছুই রক্ষা করতে পারি নি, এখন আমরা নিঃস্ব।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক বলেন, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই সবকিছু ভস্মীভূত হয়ে গেছে। আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, অগ্নিকাণ্ডে সলফ গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সহায়তা পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |