ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই: কৃষি উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৬:১৫ পিএম


loading/img
ছবি: আরটিভি

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই। এ বছর আল্লাহ দিলে ফসলের ভালো উৎপাদন হয়েছে। পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে। সরকার ইতোমধ্যে ধান, চাল ও গমের ন্যায্যমূল্য নির্ধারণ করেছে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, চাল ৪৯ টাকা এবং গম ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সামনের দেখার হাওরে বোরো ধান কাটার উদ্বোধন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জনাবে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেখার হাওরপাড়ে বোরো ধান কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঝড়বৃষ্টিতে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের নিরাপত্তা নিয়ে কৃষকের শঙ্কার বিষয়ে কৃষি উপদেষ্টা আরও বলেন, কৃষকরা যদি শঙ্কিত থাকেন, তবে বাঁধনির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরাও সমানভাবে শঙ্কিত থাকবেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে, যাতে কোনো মধ্যস্বত্বভোগী উপকৃত না হতে পারে। যদি ধান বিক্রিতে কোনো সিন্ডিকেট কৃষকদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা ব্যবস্থা নেবো, সব সোজা করে দেবো।

এর আগে, দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেছেন, ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। সাম্প্রতিক সময়ে সিলেট ও খুলনার মব ঠেকাতে সরকার ব্যর্থ বিএনপির এমন দাবির বিষয়ে তিনি বলেন, ঘটনা কিছু ঘটবে। আমরা এর বিরুদ্ধে প্রতিকার নিয়েছি কি না দেখেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। যে জায়গায় ঘটনা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে ঘটলেও আইনের আওতায় নিয়ে আসা হবে।

হাওরের বোরো ধান কর্তন উদ্বোধনের সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) জাকির হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল ইসলাম, পরিচালক (সরেজমিন উইং) ওবায়দুর রহমান মন্ডল, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেটের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোয়ায়েল আহাম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলমসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |