সিলেটবাসীর ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয় : আনোয়ারুজ্জামান
সিলেট সিটি নির্বাচনে জয়ী হওয়া আওয়ামী লীগের নৌকা প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটবাসীর ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয়। আওয়ামী লীগ সভানেত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা জীবন দিয়ে হলেও পালন করব।
বুধবার (২১ জুন) রাতে নির্বাচনে জয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে একই দিন রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিটি করপোরেশনের নগর পিতা নয়, সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন। সিলেটবাসী আমাকে যে ভালোবাসা জানিয়েছেন, আপন করে গ্রহণ করেছেন, সেই ঋণ জীবনে শোধ হওয়ার নয়।
তিনি আরও বলেন, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ভালো উন্নয়নগুলো আমি চালিয়ে যাব। মানুষের কল্যাণে আমি কাজ করব। সবার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আমার জীবন দিয়ে হলেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও চেষ্টা করে যাব।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৭০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ২০০ ভোট।
মন্তব্য করুন