ঈদের ছুটিতে যানজট নিরসন ও মানুষদের স্বস্তিতে বাড়ি ফেরা নিশ্চিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের নলকা ফ্লাইওভার খুলে দিয়েছে প্রশাসন।
শনিবার (২৪ জুন) দুপুরে ফ্লাইওভার উদ্বোধন করেন বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেন। এর পরপরই ফ্লাইওভারটি দিয়ে যান চলাচল শুরু হয়।
জানা যায়, দেশের উত্তর ও দক্ষিণের প্রায় ২২ জেলার মানুষ বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে চলাচল করেন। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ১৭ থেকে ১৮ হাজার যানবাহন চলাচল করে থাকে। ঈদের আগে সড়কে যান চলাচলের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩৫ থেকে ৪০ হাজারে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপসচিব তোফাজ্জল হোসেন, সহকারী পুলিশ সুপার আদনান হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শের শাহ ফরিদ প্রমুখ।