ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক হেলিপ্যাড

রাঙঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ , ০৩:১২ পিএম


loading/img

প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রাঙ্গামাটির সাজেকের জিরোপয়েন্টের পাশে থাকা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ‘হেলিপ্যাড’ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৫ নভেম্বর কর্তৃপক্ষ সংস্কার কাজের জন্য নিরাপত্তাজনিত কারণে হেলিপ্যাডে পর্যটক ও জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, আগে প্রায় সময় পর্যটকরা বাইক ও গাড়ি এসব নিয়ে সাজেকের হ্যালিপ্যাডে উঠে যেত। এ কারণে হেলিপ্যাডের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই কর্তৃপক্ষ হেলিপ্যাডের চারপাশে তারের বেড়া নির্মাণ করে গাড়ি উঠতে না পারে মতো ব্যবস্থা করেছে। একইসঙ্গে কিছু জায়গায় সংস্কার কাজ শেষে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |