• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

অধ্যাপক তাহের হত্যা : ফাঁসি স্থগিত চেয়ে জাহাঙ্গীরের আবেদন

আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২৩, ১০:০২
অধ্যাপক ডা. তাহের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় ফাঁসি স্থগিত চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম।

সুপ্রিম কোর্টের আইনজীবী এস এন গোস্বামীর মাধ্যমে সোমবার (১০ জুলাই) তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠান।

চিঠিতে হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশনের কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলমের ফাঁসির দণ্ড স্থগিত রাখতে অনুরোধ করেন আইনজীবী।

এর আগে, আলোচিত এই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি তা নাকচ করে দেন।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি নিহতের ছেলে সানজিদ আলভি আহমেদ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় ২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এরপর ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চারজনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন—একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, নিহত অধ্যাপক ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের সমন্ধি আব্দুস সালাম।

পরবর্তীতে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে ২০১৩ সালের ২১ এপ্রিল ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও মো. জাহাঙ্গীর আলমের ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। বাকি দুই আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয়। এরপরও আসামিরা আপিল করলে শুনানি শেষে গত বছরের ৫ এপ্রিল আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় বহাল রাখেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সচিব ইসমাইল হোসেন রিমান্ডে
পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বন্ডের বিনিময়ে কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের 
নানা আয়োজনে রাবি প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন