ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৮২.৮২ শতাংশ

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০২:৫২ পিএম


loading/img
ছবি: আরটিভি

‘বি’ ইউনিট (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণীতে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পাচঁটি আঞ্চলিক কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথমবারের মতো এবার রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরসহ পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৫ হাজার ১৪৫ জন। উপস্থিতির হার ৮২.৮২ শতাংশ।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও ছিল বিভিন্ন সহযোগিতামূলক আয়োজন৷ সার্বক্ষণিক তদারকির জন্য প্রক্টরিয়াল বডি এবং খাবারের মান ও দাম পর্যবেক্ষণের জন্য কনজিউমার ইয়ুথ বাংলাদেশ, রাবি শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল সেবা চালু ছিল। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত জায়গা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের পরীক্ষা সম্পর্কে অবহিত করেন।

বিজ্ঞাপন

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, বি ইউনিটের সমন্বয়কারী ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপাচার্য অভিভাবকদের বসার একটি টেন্টে যান ও কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেন।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |