ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে কলেজছাত্র খুন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ , ০৯:৫৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ফরিদপুরে বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে প্রান্ত মিত্র (২৩) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে শহরের আলীপুর ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রান্ত সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি) তৃতীয় বর্ষের ছাত্র ছিল। তিনি রাজবাড়ীর পাচুরিয়া গ্রামের বিকাশ মিত্রের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরে ওয়ারলেসপাড়ায় বসবাস করছেন। প্রান্ত মিত্রের বাবা শহরের দীপশিখা স্কুলে শিক্ষকতা করেন।

বিজ্ঞাপন

জানা যায়, সোমবার রাত ২টার দিকে প্রান্ত মিত্রের বন্ধু হৃদয় ফোন করে বলেন, আমার বোনের সন্তান প্রসব হবে। অপারেশন করতে রক্ত লাগবে। রক্ত দেওয়ার জন্য প্রান্ত ওই সময়ই বাসা থেকে বের হন। পরে মঙ্গলবার ভোর হতে চললেও প্রান্ত আর বাসায় ফেরেনি। বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আলীপুর ব্রিজের পাশ থেকে প্রান্ত মিত্রের মরদেহ দেখতে পায়।

কোতোয়ালি থানার এসআই মো. শামিম হোসেন বলেন, ভোরে আলীপুর ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। তবে, কারা তাকে হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |