ঢাকামঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রুশ জাহাজ

মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৬ জুলাই ২০২৩ , ০৬:০৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে আসা রুশ জাহাজ এমভি ইসানিয়া বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ জুলাই) বিকেল ৩টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এরপর বিকেল ৪টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়।

রুশ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ২ জুলাই মোংলা বন্দরের উদ্দেশে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসে। আজ বিকেলে বন্দরে ভিড়ার পর পণ্য খালাস করে জেটিতে রাখা হচ্ছে। খালাস শেষে জাহাজটি শুক্রবার বন্দর ত্যাগ করবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জেটিতে নামিয়ে রাখা এ মেশিনারিজ পণ্য রোববার থেকে সড়কপথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

এর আগে ১১ জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে বিদ্যুৎকেন্দ্রটির মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |