খাগড়াছড়ি শহরের পান বাজার সংলগ্ন এলাকায় এক যুবক ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৩১ জুলাই) খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাত সাড়ে ৭টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিন ঝালকাঠি জেলার বাসিন্দা। তিনি খাগড়াছড়ির লিয়াকত ব্রাদার্সের কম্পিউটার অপারেটরের সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, রোববার (৩০ জুলাই) রাতে মহিনকে পানবাজার পুকুর সংলগ্ন একটি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. আরিফুর রহমান বলেন, রোববার রাতে আত্মহত্যার আগে মহিন তার এক বন্ধুর কাছে মাফ চায়। পরে নির্মাণাধীন চারতলা ভবন থেকে লাফ দেয় বলে জেনেছি। কিন্তু কি কারণে আত্মহত্যা করেছে, তা আমরা খতিয়ে দেখছি।