ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

রাঙ্গামাটিতে ফার্মেসি মালিকের আত্মহত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০৬:০৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

রাঙ্গামাটিতে পাপ্পু ঘোষ (২৮) নামে এক ফার্মেসি ব্যবসায়ী যুবক আত্মহত্যা করেছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) রাত পৌনে ১০টার দিকে পাপ্পু কাঁঠালতলীতে তোফার ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে রাত ১০টার দিকে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।

পাপ্পু কাঁঠালতলী পাড়ার মুখে থাকা ‘জয় মা ওষুধ ফার্মেসি’র মালিক। তিনি তবলছড়ি মাঝিরবস্তি এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। ব্যবসায়ীক কারণে পাপ্পু পরিবার নিয়ে কাঁঠালতলী পাড়ায় বসবাস করত। 

বিজ্ঞাপন

স্থানীয়রা বলছেন, আর্থিকভাবে ঋণগ্রস্ত  পাপ্পু পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক চাপের কারণেই আত্মহত্যা করেছে হতে পারে বলে অনেকের ধারণা। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ বলেন মো. সাহেদ উদ্দিন চৌধুরী জানান, শহরের কাঠালতলী এলাকায় এক যুবকের আত্মহত্যার খবর পেয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।


আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |