ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

নতুন লুঙ্গি পরতে না দেওয়ায় স্ত্রীকে খুন করলেন স্বামী

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ , ০৮:২৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে স্বামীর বিরুদ্ধে রিনা আক্তার (৩৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। 

বদিউল আলম সোহাগ হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের খন্দকার পাড়ার জহুর আলম সওদাগরের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, শুক্রবার ভোরবেলা নতুন লুঙ্গি পরিধান নিয়ে নিহত রিনা আক্তারের সঙ্গে কথা-কাটাকাটি হয় বদিউল আলমের। এ সময় তার স্ত্রী রিনা আক্তার বাধা দেয়। এতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সোহাগ ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী রিনাকে গলাটিপে হত্যা করে।

এ সময় নিহতের দুই শিশুকন্যাকেও মারতে উদ্যোত হলে তারা দৌড়ে ঘর থেকে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত সোহাগ পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ বলেন, অভিযুক্ত ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। কখনও ভালো কখনও খারাপ। তার বড় ভাইয়েরও একই অবস্থা যা এলাকার সবাই জানে।  

বিজ্ঞাপন

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলাটিতে বদিউলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |