ঢাকা

নরসিংদীতে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ০৬:৪৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নরসিংদীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ ও সহযোগীদের দিয়ে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা কাউকে জানালে গলাকেটে হত্যার হুমকি দিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী গৃহবধূ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর কাছে অভিযোগ করেছেন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার অফিসার ইনচার্জকে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান দেন।
  
এর আগে রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে জেলার রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় এ ধর্ষণের  ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানান, অভিযুক্ত রাকিব মিয়া (৩২)। সে ওই এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, রাকিব একজন মাদক কারবারি। সে একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন অবস্থায়  রয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, রোববার রাতে রাকিব ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে। রাকিব ও তার তার সহযোগীরা নির্যাতনের শিকার নারীর কানে ও গলায় থাকা স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেয়ে যায়। সেই সঙ্গে চলে যাবার সময় ঘটনাটি কাউকে কিছু  জানালে স্বামী-স্ত্রীকে গলাকেটে  হত্যার হুমকি দিয়ে যায় অভিযুক্তরা।

বিজ্ঞাপন

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। দ্রুততম সময়ের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হবে বলেও তিনি জানান।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |