চাঁদপুরে হাজেরা বেগম নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধূ হাজেরা বেগম সদর উপজেলা ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মাঝির সোহাগের স্ত্রী। ১ মাস পূর্বে সোহাগের সঙ্গে হাজেরার বিয়ে হয়।
বিয়ের এক মাস পর স্বামী সোহাগ মাঝি জীবন জীবিকার তাগিদে ঢাকায় ফার্নিচারের কাজ করতে চলে যায়। বাড়িতে থাকতেন সোহাগের স্ত্রী ও তার বাবা-মা। তবে কী কারণে তার স্ত্রী হাজেরা বেগমের মৃত্যু হয়েছে তা পরিবারের কেউ বলতে পারছে না।
এলাকাবাসী ও স্বজনরা জানান, রোজা রাখার জন্য সেহরি না খেয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ হাজেরা বেগম। সকাল বেলায় নদীর পাড় থেকে মাটি কেটে বাড়িতে আনার জন্য যায় শ্বশুর হান্নান মাঝি ও শাশুড়ি আনজু বেগম। কাজ শেষে বাড়িতে এসে পেছনের দরজা দিয়ে ঢুকে নববধূকে সিলিং ফ্যানের সঙ্গে রশি লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়ছে।
আরটিভি/এমকে-টি