• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

অ্যাম্বুলেন্সে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল চিকিৎসকের  

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৩
অ্যাম্বুলেন্সে কাভার্ড ভ্যানের ধাক্কা, প্রাণ গেল চিকিৎসকের  
ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক আয়ুর্বেদিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

নিহত আবু নুর মোহাম্মদ মাসুম (৩৮) লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় নিহতের ভাই মাসুদ রানা (৫০) গুরুতর আহত হন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুমের অনেক জায়গায় আয়ুর্বেদিক চিকিৎসার চেম্বার ছিল। সোমবার সকালে তারা দুভাই অ্যাম্বুলেন্সযোগে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে অ্যাম্বুলেন্সটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের সামনে থাকা ব্যানারটি তাদের গাড়ির চাকায় পেঁচিয়ে পুরো রাস্তাজুড়ে মাঝ বরাবর দাঁড়িয়ে যায়। ওই সময় পেছনে থাকা একটি কাভার্ডভ্যান তাদের অ্যাম্বুলেন্সে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে অ্যাম্বুলেন্সটি উড়ে গিয়ে রাস্তার উল্টো পাশে পড়ে। এতে ঘটনাস্থলে চিকিৎসকের মৃত্যু হয়।

চন্দ্র হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে প্রাণ গেল হাসানের  
বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের