• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ব্রিজের নিচে পড়ে ছিল কিশোরের মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২৪, ১৭:৩৬
ব্রিজের নিচে পড়েছিল কিশোরের মরদেহ
ছবি : সংগৃহীত

জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রিজের নিচ থেকে আরাফাত হোসেন জনি (১৫) নামের এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জনি ক্ষেতলাল উপজেলার দাসড়া ফকিরপাড়া গ্রামের আলী আকবরের ছেলে।

স্থানীয়দের বরাতে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সোমবার দুপুরে বটতলী ব্রিজের নিচে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রিজ থেকে পড়ে গিয়ে কিশোর জনির মৃত‍্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন‍্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত‍্যু মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর মুগদায় লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার
দাফন নিয়ে জটিলতা, মনি কিশোরের মরদেহ এখনও মর্গে
রামপুরা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ