জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রিজের নিচ থেকে আরাফাত হোসেন জনি (১৫) নামের এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জনি ক্ষেতলাল উপজেলার দাসড়া ফকিরপাড়া গ্রামের আলী আকবরের ছেলে।
স্থানীয়দের বরাতে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সোমবার দুপুরে বটতলী ব্রিজের নিচে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রিজ থেকে পড়ে গিয়ে কিশোর জনির মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।