ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মাদারীপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ, নিহত ২

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৪ মে ২০২৪ , ১১:২৬ এএম


loading/img
ছবি : সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বিজ্ঞাপন

শনিবার (৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের বদরপাশায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সীর ছেলে হোসেন মুন্সী (৫৫) ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নিজ বাড়ি থেকে সকালে ইজিবাইকে করে রাজৈর যাচ্ছিলেন কয়েকজন। এ সময় বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সী ও ধলা হাওলাদার মারা যান। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। 

আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ রাজৈর থানায় রাখা আছে। তবে ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাকটি ঘটনাস্থলে পড়ে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ট্রাকটি উদ্ধার করা গেলেও চালককে পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে সহযোগিতা করা হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |