রাজবাড়ীতে ৪৩৩ ভরি রুপার অলঙ্কারসহ যুবক আটক
ভারত থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে ৪৩৩ ভরি রুপার অলঙ্কার ঢাকায় পাচারের সময় মীর হালিম হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার (১১ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটক মীর হালিম হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মির্জাপুর গ্রামের মীর হাসেম আলীর ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর হজরত আলীর চায়ের দোকানের সামনে ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাটগামী কবির ডিলাক্স নামে একটি বাসে তল্লাশি করে মীর হালিম হোসেনকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে মোট ২৩৭টি রুপার নূপুর জব্দ করা হয়; যার ওজন ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট। আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৯৪ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান।
তিনি বলেন, হালিম ভারত থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে চারটি পার্স ব্যাগের মাধ্যমে প্রায় ৪৪৪ ভরি ওজনের রূপার অলংকার ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক ও রূপার অলংকার জব্দ করা হয়।
মন্তব্য করুন