• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মায়ের চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হলো মেয়ে

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ মে ২০২৪, ২২:০৮
মায়ের চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হলো মেয়ে
ছবি : সংগৃহীত

ফেনীতে মায়ের চোখের সামনে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল মাওয়া (৬) নামের এক শিশু মারা গেছে।

রোববার (১২ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জান্নাতুল সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের হাজারীবাড়ির সালিম উল্যাহ হাজারীর মেয়ে। তার বাবা কুয়েত প্রবাসী।

জান্নাতুল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জান্নাতুল তার মা ও অন্য আত্মীয়দের সঙ্গে বাড়িতে ফিরছিল। পথে জান্নাতুল ও অপর এক শিশু মো. সজীব (১০) দৌড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হতে গিয়ে একটি বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় জান্নাতুল। মারাত্মকভাবে আহত হয় সজীব নামের অপর শিশু। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সজীবকে ফেনী সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রাশেদ খান চৌধুরী।

তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফেনীতে গ্রেপ্তার ৩
খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে গরু লুট
ময়মনসিংহে বিভাগীয় কমিশনার ও ফেনীর ডিসি পদে নতুন মুখ
ফেনী পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি শিপন আটক