ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সেতু আছে, সংযোগ সড়ক নেই

মোশাররফ হোসেন আজাদ মালদার

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ০৭:৪৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

ফেনীর ছোট ফেনী নদীর বুকে দাঁড়িয়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত একাধিক সেতু। তবে সেতুগুলোর দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক। ফলে বছরের পর বছর ধরে এই সেতুগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে প্রায় আট কোটি টাকা ব্যয়ে ছোট ফেনী নদীর ওপর কয়েকটি সেতু নির্মাণ করা হয়। এর মধ্যে অন্যতম হলো জায়লস্কর ও ওমরপুর সংযোগ সেতু, যার ব্যয় প্রায় নয় কোটি টাকা। নির্মাণের চার বছর পেরিয়ে গেলেও এখনো সেতুগুলোর দুই পাশে সংযোগ সড়ক হয়নি।

 

ঠিকাদার প্রতিষ্ঠান বাবলু মিয়া বলেন, সেতুর দুপাশে মালিকানা জমিতে কাজ করতে দেওয়া হচ্ছে না। ক্ষতিপূরণ না পাওয়ায় জমির মালিকরা বাধা দিচ্ছেন। বিষয়টি দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের কার্যালয়ে আটকে আছে।

এ বিষয়ে এলজিইডির ফেনী জেলার নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করে সেতুগুলো চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

বিজ্ঞাপন

IMG_20250518_150846

বিজ্ঞাপন

এদিকে দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের আশ্রাফপুর ও মোমারিজপুর এলাকার মানুষের জন্য ছোট ফেনী নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করেছে এলজিইডি। ২০২৩-২৪ অর্থবছরে শুরু হওয়া এই সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক এখনো হয়নি। এক পাশে রয়েছে কৃষিজমি, অন্য পাশে জনবসতি ঘেঁষা সড়ক। পাশাপাশি নদীর তলদেশ থেকে প্রায় ২০ ফুট উঁচুতে সেতুটি হওয়ায় সংযোগ সড়ক নির্মাণে জটিলতা দেখা দিয়েছে।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, সেতুর খবর শুনে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এক বছর পার হলেও রাস্তা না হওয়ায় এখন হতাশ। শিশুদের স্কুলে যাওয়া আসার সময় কাঠের সাঁকো ব্যবহার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

IMG_20250518_150749

তাদের অভিযোগ, সেতু নির্মাণের ফলে নদী ভাঙনে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারিছ আহমদ পেয়ার বলেন, ইঞ্জিনিয়ার সাহেব কীভাবে এমন উঁচু সেতু নির্মাণের অনুমোদন দিলেন, বুঝে উঠতে পারছি না। দ্রুত সংযোগ সড়ক না হলে বর্ষার সময় আশপাশের মানুষ বড় বিপদে পড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম বলেন, রাস্তা ছাড়া সেতু মানুষের কোনো কাজে আসবে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |