নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে নেমে শেখ আলী রাজ (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ মে) বিকেলে মরদেহটি নদীতে ভেসে ওঠে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় চিত্রা নদীর রেল সেতুর নিচে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি।
রাজ ওই এলাকার সাইফুর শেখের ছেলে এবং বরাশুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
জানা গেছে, রাজসহ বন্ধুরা বিকেলে ফুটবল খেলে সন্ধ্যার দিকে বরাশুলা এলাকার চিত্রা নদীর রেল সেতুর নিচে গোসল করতে নামে। পরে পানিতে ডুব দিয়ে আর উঠে আসেনি। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে নদীতে খোঁজাখুঁজি করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খুলনা থেকে ডুবুরি দল এসে গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও সন্ধান মেলেনি। বুধবার বিকেলে মরদেহটি ভেসে ওঠে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আফসার উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।