মাদারীপুরে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন
মাদারীপুরের রাজৈরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।
রোববার (২ জুন) রাতে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাবলু বয়াতী (৪৫) একই গ্রামের মৃত ইসরাফিল বয়াতীর ছেলে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানান, বাড়ির সীমানার জায়গা নিয়ে দুই ভাই বাবুল বয়াতী ও লাভলু বয়াতীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ছোট ভাই লাভলু বয়াতী রোববার মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসেন। তখন বড় ভাই বাবুল বয়াতীর সঙ্গে ছোট ভাই লাভলু বয়াতীর কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এ সময় ছোট ভাই লাভলু মাটিতে লুটিয়ে পড়েন। পরে লাভলুকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার।
তিনি বলেন, ‘এ ঘটনায় বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন