• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

মাদারীপুরে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২৪, ১৩:০৪
মাদারীপুরে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন
ছবি : সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।

রোববার (২ জুন) রাতে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাবলু বয়াতী (৪৫) একই গ্রামের মৃত ইসরাফিল বয়াতীর ছেলে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানান, বাড়ির সীমানার জায়গা নিয়ে দুই ভাই বাবুল বয়াতী ও লাভলু বয়াতীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ছোট ভাই লাভলু বয়াতী রোববার মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসেন। তখন বড় ভাই বাবুল বয়াতীর সঙ্গে ছোট ভাই লাভলু বয়াতীর কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এ সময় ছোট ভাই লাভলু মাটিতে লুটিয়ে পড়েন। পরে লাভলুকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার।

তিনি বলেন, ‘এ ঘটনায় বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিককে স্বামী হিসেবে না পেয়ে কিশোরীর আত্মহত্যা
মাদারীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে কুপিয়ে হত্যা
শিবচরে বিএনপি নেত্রীর বাসায় দুর্ধর্ষ চুরি
শিবচরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ