দরিদ্র পরিবারের জাফর আহম্মেদ (৪০) প্রায় দুই বছর ধরে কিডনি জটিলতায় ভুগছেন। বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ পৌরসভার অষ্ট্রদ্রোন গ্রামে। চিকিৎসার জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজন।
তার স্ত্রী বিবি কুলসুম জানান, ধারদেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।
সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন কুলসুম। একটু সহযোগিতায় রোগীটি ফিরে পেতে পারেন সুন্দর সুখের জীবন।
মানবিক দিক বিবেচনা করে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসতে জাফর আহম্মেদের স্ত্রী কুলসুম আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা মোশারফে হোসেন, হিসাব নং-২০৫০২৯১৬৮০০৫৯৯৮০৫, ইসলামী ব্যাংক লিমিটেড, সেনবাগ শাখা, নোয়াখালী। মোবাইলে বিকাশ করতে পারেন ০১৮৫৫২১৮৬৫৮ নম্বরে।