বাবা হত্যার বিচার নিয়ে ফেসবুকে যা লিখলেন আনারকন্যা

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদাতা, আরটিভি নিউজ

শনিবার, ০৮ জুন ২০২৪ , ০৩:৪৬ এএম


বাবা হত্যার বিচার নিয়ে ফেসবুকে যা লিখলেন আনারকন্যা
ফাইল ছবি

ভারতের কলকাতায় গিয়ে সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। বাবাকে হারিয়ে ফেসবুকে বিভিন্ন আবেগঘন পোষ্টের পর এবার বাবা হত্যার বিচার নিয়ে এবার আরও একটি পোষ্ট করেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) তিনি লিখেছেন, তোমার হত্যার বিচার আমি করবোই বাবা, ইনশাআল্লাহ। চিন্তা করনা তুমি। তোমার ডরিন কোনদিন ভুলে যাবেনা । 

ডরিন আরও লিখেছেন, এত নিকৃষ্টভাবে হত্যা তোমাকে অনেক কষ্ট দিয়েছে। বিচার হবেই বাবা। আমি ভুলবো না কখনো । 

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মালপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজীম।

২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বি-ইউ ৫৬ নম্বর রুমে খুন হয়েছেন এমপি আনার। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission