ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মোটরসাইকেলের উচ্চশব্দ নিয়ে সংঘর্ষ, নিহত ১ 

আরটিভি নিউজ

রোববার, ০৯ জুন ২০২৪ , ০২:২৪ পিএম


loading/img
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ভোররাতে বাইকের উচ্চশব্দ নিয়ে সংঘর্ষে মো. মনিরুজ্জামান রাফি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রায়হান নামে একজন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাফি নগরের মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলের বিকট আওয়াজ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়। এই ঘটনার জেরে ভোরে রাফি নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |