• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

কর্মস্থলে ফিরছেন মানুষ, চাঁদপুর লঞ্চঘাটে উপচেপড়া ভিড় 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ২১:০১
কর্মস্থলে ফিরছেন মানুষ, চাঁদপুর লঞ্চঘাটে উপচে পড়া ভিড় 
ছবি : আরটিভি

ঈদের ছুটি উদযাপন শেষে পঞ্চম দিনেও কর্মস্থলে ফিরছেন মানুষ। সকাল থেকেই লঞ্চঘাটে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বেড়েছে।

শনিবার (২২ জুন) লঞ্চঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।

দেখা যায়, এবার ঘাটে পর্যাপ্ত লঞ্চ থাকায় যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। সকালে বৃষ্টি হওয়ায় কিছুটা দুর্ভোগে পড়তে হয় তাদের। তবে যাত্রীদের অভিযোগ যাত্রী ছাউনিগুলোতে বসার কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘক্ষণ যাত্রীদের দাঁড়িয়ে থেকে লঞ্চের জন্য অপেক্ষা করতে হচ্ছে। একই সঙ্গে ছিলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। অপেক্ষারত যাত্রীদেরকে পড়তে হয়েছে যথেষ্ট বিপাকে।

চাঁদপুর নদী বন্দর পরিবহন পরিদর্শক মো. শাহআলম বলেন, ‘অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ এবার ঘাট থেকে ছেড়ে যায়নি। নির্ধারিত ভাড়ায় যাতায়াত করছেন যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সকল ধরনের ব্যবস্থা।’

চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশালসহ বিভিন্ন অঞ্চলে অর্ধশতাধিক লঞ্চ যাতায়াত করে। চাঁদপুর ছাড়াও নোয়াখালী, রায়পুর, লক্ষ্মীপুর, শরীয়তপুরসহ আশপাশের বিভিন্ন জেলার হাজারও মানুষ এই নৌরুট ব্যবহার করে থাকেন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের ছুটি নিয়ে নতুন যে সিদ্ধান্ত আসতে পারে
তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ, বাতিল ঈদের ছুটিও
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটারজুড়ে যানবাহনে ধীরগতি
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা