কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষে সৃষ্ট পরিস্থিতি সামালে চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ঢাকা, বগুড়া ও রাজশাহীতেও বিজিবি মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের বিজিবি ৮–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।