ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আনোয়ারায় ৮ ইউপির দায়িত্বে ইউএনও-এসিল্যান্ড

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ১০:৫১ পিএম


loading/img
ছবি : আরটিভি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) জনসেবা কার্যক্রম গতিশীল রাখতে আটজন চেয়ারম্যানের স্থলে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, ৮ ইউনিয়ন পরিষদসমূহের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

বিজ্ঞাপন

উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন—বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ, বরুমচড়া চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, বারখাইন ইউনিয়ন চেয়ারম্যান হুসনাইন জলিল শাকিল, আনোয়ারা সদর অসীম কুমার দেব, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও জুইঁদণ্ডি ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিস। তারা ক্ষমতাকালীন বিস্ফোরক ও অপহরণ মামলার এজাহারনামীয় আসামি। তার মধ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী গ্রেপ্তার হয়েছে।

প্রশাসক হিসেবে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বৈরাগ, বারখাইন, আনোয়ারা সদর, বারশত, চাতরী এর দায়িত্বে ও রায়পুর, বরুমছড়া, জুঁইদণ্ডী এর প্রশাসক হিসেবে আছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ। বটতলী, হাইলধর ও পরৈকোড়া ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান থাকায় স্বপদে তাদের বহাল রাখা হয়েছে।

সন্ধ্যায় প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অপসারিত চেয়ারম্যানরা ৫ আগস্টে সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন। তারা ইউনিয়ন পরিষদেও অনুপস্থিত ছিলেন।


আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |