ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আনোয়ারায় বন্দুকসহ আটক ২ 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ১২:১১ পিএম


loading/img
ছবি : আরটিভি

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে বন্দুকসহ দুইজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরৈকোড়া ইউনিয়নের মাহাতা এলাকার মো. মোজাম্মেল হকের বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পরৈকোড়া ৫নং ওয়ার্ডের গাজী মো. বদরুল হকের পুত্র মো. মোজাম্মেল হক (৪২) ও বারশত ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদের পুত্র মো. দিদারুল (৩৫)।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা যায়, আনোয়ারা আর্মি ক্যাম্পের সেনাবাহিনী এবং আনোয়ারা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৯নং পরৈকোড়া ইউনিয়নের মাহাতা এলাকার মো. মোজাম্মেল হকের বসতবাড়িতে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি ২য় তলা হতে সন্দেহজনকভাবে দ্রুত নিছে নেমে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর মোজাম্মেল হক তার খাটের নিচ থেকে ১টি কাঠের বাটযুক্ত এক নলা বন্দুক এবং ২টি নীল রঙের ১২ বোর কার্তুজ এবং মো. দিদারুল একই খাটের নিচ থেকে লোহার তৈরি বড় ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ১টি কিরিচ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |