• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

খুলনায় শিক্ষার্থীদের গণমিছিল, ধাওয়া-পাল্টা ধাওয়া

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ১৮:২৯
খুলনায় শিক্ষার্থীদের গণমিছিল, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ও বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক এবং জিরোপয়েন্ট এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এ সময় ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এর কিছুক্ষণ পর বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে। পরে শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেন।

সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকেল ৪টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়।

এ দিকে শিক্ষার্থীদের অভিযোগ, রূপসা সেতু বাইপাসের দুপাশে রয়েছে পুলিশ। শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ একের পর এক টিয়ালশেল ও রাবার বুলেট ছুড়ছে। বর্তমানে জিরোপয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুরে খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু করেন আন্দোলনকারীরা। তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দোয়া ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচিতে নিউ মার্কেট এলাকায় যেতে দিচ্ছে না পুলিশ। তারা আমাদের ফিরিয়ে দিচ্ছে। বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বাধা দিচ্ছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই।

সরেজমিনে দেখা যায়, দুপুর থেকেই শিক্ষার্থীরা বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে গণমিছিল করেন। বিকেলের দিকে তারা বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ী, সোনাডাঙ্গা ও গল্লামারী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যোগ দিয়েই ছাত্র আন্দোলনে শহীদ গণির বাড়িতে ছুটে গেলেন ডিসি
বাবা হলেন ছাত্র আন্দোলনে নিহত রনি
আওয়ামী লীগকে যেসব কারণে দরকার, জানালেন ফারুকী
শেখ হাসিনাসহ ফ্যাসিবাদী দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’