• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বগুড়ায় শেখ হাসিনাসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২৪, ০৮:১৭
ছবি: সংগৃহীত

বগুড়ায় দর্জি শ্রমিক শিমুল সরদার নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় ১৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে নিহত শিমুল সরদারের স্ত্রী শিমু বেগম বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও ৩০০ থেকে ৪০০ জনকে।

এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় মোট ৬টি মামলা দায়ের হলো। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় আরও পাঁচটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে চারটি হত্যা এবং একটি হত্যাচেষ্টার রয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ৪ আগষ্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিমুল। নিহত শিমুল শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার দর্জি শ্রমিক ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লিতে শেখ হাসিনা, তলানিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক: এবিসি
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা 
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৭৯ মামলা 
বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা