বগুড়ায় শেখ হাসিনাসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৮ আগস্ট ২০২৪ , ০৮:১৭ এএম


বগুড়ায় শেখ হাসিনাসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

বগুড়ায় দর্জি শ্রমিক শিমুল সরদার নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় ১৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে নিহত শিমুল সরদারের স্ত্রী শিমু বেগম বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও ৩০০ থেকে ৪০০ জনকে। 

এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় মোট ৬টি মামলা দায়ের হলো। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় আরও পাঁচটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে চারটি হত্যা এবং একটি হত্যাচেষ্টার রয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।  

গত ৪ আগষ্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিমুল। নিহত শিমুল শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার দর্জি শ্রমিক ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission