• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

কাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ ৩ 

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৫
ছবি : আরটিভি

রাজশাহীর পদ্মা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে ৩ যাত্রী নিখোঁজ হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলার পবা উপজেলার চর মাঝারদিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চর মাঝারদিয়ার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শামীম হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ যাত্রীদের মধ্যে মোহাম্মদ আলীর নাম জানা গেছে। তিনি চর মাঝারদিয়াঢ় এলাকার বাসিন্দা। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, একটি ছোট নৌকায় ১৬ জন যাত্রী কাজ করে বাড়ি ফিরছিল। এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি এলে নৌকাটি ডুবে যায়। বাকি যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও তিনজন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ সবাই চরমাঝারদিয়ারের বাসিন্দা।

এ ঘটনায় রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু সামা বলেন, নৌকাডুবির ঘটনা সম্পর্কে আমাদের কাছে এখনো কোনো তথ্য আসেনি। এ ঘটনায় কেউ নিখোঁজ থাকলে আগামীকাল সকালে আমাদের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাবে।

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক মো. শামীম আহমেদ বলেন, নৌকাডুবির ঘটনাটি এখনো আমি জানি না। তবে খোঁজ নেওয়া হচ্ছে। দ্রুত খোঁজ নিয়ে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালানো হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহ্সানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬ গোলে হারিয়ে রাবির জয়
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের পা বিচ্ছিন্ন
সারদায় এএসপিদের কুচকাওয়াজ ফের স্থগিত
সারদায় আরও ৩ এসআইকে অব্যাহতি