কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নিখোঁজ বিজিবি সদস্য বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর বঙ্গোপসাগরের মোহনা থেকে তার দেহ উদ্ধার করা হয়। এর আগে, চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়।
বিল্লাল হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) টেকনাফের শাহপরীর দ্বীপের সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে।
এর আগে, গতকাল শনিবার সকালে নাফ নদের মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, শনিবার ভোররাতে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় বহনকারী নৌকায় উদ্ধার অভিযানে যান বিজিবি সদস্যরা। এসময় উদ্ধার কার্যক্রম চালানোর সময় নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লাল। ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।
আরটিভি/একে