ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

রাজশাহীতে ৫ টাকায় খুশির হাট

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ 

বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ০২:৪৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক ফোরাম হাউস অফ বিউটি ব্লুমের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫ টাকার বিনিময়ে ৫০০ জন মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর আলুপট্টির মোড়ে আয়োজিত এই মানবিক কার্যক্রমে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। 

এখানে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা নানা ধরনের ঈদ খাদ্যসামগ্রী সংগ্রহের সুযোগ পান। এতে একজন দুস্থ ব্যক্তি ৫ টাকার বিনিময়ে ৫০০ গ্রাম সেমাই, চিনি, তেল ও চালের যে কোন একটি পণ্য কেনার সুযোগ পান।

বিজ্ঞাপন

এক সুবিধাভোগী বলেন, ঈদের কেনাকাটা করার সামর্থ্য মধ্যে এমটা পেয়ে অনেক উপকার হয়েছে। এই আয়োজনে শুধু মুসলিমরাই না বিভিন্ন ধর্মের মানুষও এখান থেকে ৫টাকায় তাদের প্রয়োজনীয় জিনিষ ক্রয় করেছেন।

আয়োজকরা জানান, সবার সহযোগিতায় এ বছরের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা বলেন, ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয়, তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই প্রকৃত খুশি। আজ আমরা ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করেছি। নিম্ন আয়ের মানুষদের ঈদের আনন্দের অংশীদার করতেই আমাদের এই উদ্যোগ। 


আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |