ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

টেকনাফে নৌকাডুবি: ২৫ রোহিঙ্গা উদ্ধার, নিখোঁজ বিজিবি সদস্য

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০৬:০২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ২৫ জনকে উদ্ধার করেছে বিজিবি।

বিজ্ঞাপন

শুক্রবার রাত আড়াইটায় দিকে উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকার সমুদ্রে এ ঘটনা ঘটে বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান।

শাহপরীর দ্বীপ মাঝের পাড়া নৌকার মালিক মো. আমিন বলেন, মাঝরাতে সাগরে রোহিঙ্গা বহনকারী নৌকা ধরতে যাওয়ার কথা বলে বিজিবির সদস্য আমার নৌকাটি নিয়ে যান। পরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি কূলে নিয়ে আসার পথে সাগরে ঢেউয়ের স্রোতে ডুবে যায়। এতে ২৫ জনের মত রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে এখন পর্যন্ত শিশুসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের জন্য অভিযান চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আরটিভি/এএএ

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |